জেলা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা বেগম (৪৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৩ জন, বামনায় ৮ জন, পাথরঘাটায় ৯ জন এবং বেতাগী ও তালতলীতে ২ জন করে শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬০৬ জনে পৌঁছেছে। এদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন, যার মধ্যে ১৫০ জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে ৩ হাজার ৩৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৩ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পাথরঘাটায় ১৭৫ জন, বামনায় ১১৪ জন, তালতলীতে ৫৭ জন, আমতলীতে ৪৩ জন এবং বেতাগী উপজেলায় ৩৮ জন আক্রান্ত হয়েছেন।
মৃতদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গুজনিত মৃত ৩১ জনের মধ্যে ২৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জন বেতাগী এবং ২ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অনেক বেড়ে গেছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার, তবে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চিকিৎসা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে জনসচেতনতা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কর্মসূচি চালানো ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।
প্রতিনিধি/এসএস