images

সারাদেশ

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি

০৮ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

মাদারীপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন হয়।

এ সময় বক্তারা নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদানের দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নতিকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে। এছাড়া বেতন স্কেলে উন্নতীকরণ পূর্বে যেসকল স্বাস্থ্য সহকারীর স্বাস্থ্য পরিদর্শকগণ উচ্চতর গ্রেট প্রাপ্ত হয়েছেন তা পরবর্তী বেতন স্কেলের সঙ্গে যোগ করা। পাশাপাশি পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারীকে স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দেওয়ার দাবি জানান। দ্রত তাদের দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। অবস্থান কর্মসূচিতে মাদারীপুর জেলা ও উপজেলার সকল সদস্য একযোগে একাত্মতা প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. শাহাদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন ইসলাম, সদর উপজেলার সভাপতি মো. ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, মহিলা সম্পাদিকা জিয়াসমিন আক্তারসহ অনেকেই বক্তব্য রাখেন।

প্রতিনিধি/টিবি