জেলা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম
গাজীপুরের শ্রীপুরে তিন দিনের ব্যবধানে আলাদা স্থান থেকে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) ভোররাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে দু'টি কঙ্কাল চুরি হয়। এর আগে, গত ৪ জুলাই উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া ঢংপাড়া মসজিদের পাশের কবরস্থান থেকে দু'টি এবং ভূতুলিয়া দক্ষিণপাড়া বাচ্চু মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে একটি কঙ্কাল চুরি হয়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া কবর দু’টি প্রায় দুই বছরের পুরোনো। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস