images

সারাদেশ

পরিবেশ রক্ষায় যুবকদের এগিয়ে আসতে হবে: মাওলানা সাইফুল ইসলাম

জেলা প্রতিনিধি

০৭ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় মাওলানা সাইফুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় যুবকদের এগিয়ে আসতে হবে। আমরা চাই প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগাক ও তার পরিচর্যা করুক।

সোমবার (৭ জুলাই) বরগুনা সরকারি কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী কর্মসূচিতে নেতৃত্ব দেন - ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা গাজী আল আমিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, কলেজ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি রুহুল আমিন।

সংগঠনের অন্যান্য নেতারাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন - জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান রায়হান, অর্থ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম মামুন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি আবু সালেহ জিহাদী।

এ ব্যাপারে মাওলানা সাইফুল ইসলাম বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পরিবেশ রক্ষার একটি শক্তিশালী বার্তা। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের এই সময়ে যুবকদের সচেতন ও সক্রিয় হতে হবে। ইসলামী যুব আন্দোলন সেই দায়িত্ববোধ থেকেই প্রতিটি জেলার প্রতিটি ইউনিটে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগাক ও তার পরিচর্যা কুরুক। গাছ শুধু ছায়া দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার ভিত্তিও রচনা করে।

মাওলানা গাজী আল আমিন বলেন, আমরা আগামী এক মাস বরগুনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও জনবহুল এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবো। পরিবেশ রক্ষায় এটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।

কর্মসূচি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এটি কেবল একটি কর্মসূচি নয়, বরং একটি আন্দোলনের অংশ। এর মাধ্যমে পরিবেশ, সমাজ ও ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীলতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ