images

সারাদেশ

বরগুনায় ডেঙ্গু মোকাবিলায় সাইকেল র‍্যালি ও গম্ভীরা পরিবেশনা

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম

ডেঙ্গু মহামারির আশঙ্কাজনক পরিস্থিতি মোকাবিলায় বরগুনা জেলা শহরে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে আয়োজিত স্টার্ট ফান্ড বাংলাদেশ (Start Fund Bangladesh)-এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগো নারী (JAGO NARI) ও নজরিল স্মৃতি সংসদ (Nazrul Smriti Sangsad-NSS) এর যৌথ উদ্যোগে এ কার্যক্রমে অংশ নেয় মন খুশি সাংস্কৃতিক টিম ও বরগুনা সাইক্লিং কমিউনিটি।

FB_IMG_1751618379729

দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল সচেতনতামূলক গম্ভীরা পরিবেশনা, সাইকেল র‍্যালি, এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ। বরগুনা পৌরসভার ভেতরে ঘুরে ঘুরে জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সেচ্ছাসেবকরা জানান, আমরা চাই প্রতিটি মানুষ নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখুক। বৃষ্টির পানি জমে থাকা যেন ডেঙ্গু রোগের উৎস না হয়, সেটা নিশ্চিত করাই আমাদের মূল বার্তা।

FB_IMG_1751618372679

বরগুনা সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন মো. আহ্সান আহমেদ নোমান বলেন, আমরা চাচ্ছি তরুণরা যেন সামাজিক উদ্যোগে এগিয়ে আসে। সাইকেল চালিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করাটাই ছিল আজকের র‍্যালির উদ্দেশ্য।

আরও পড়ুন

কমেছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা, মৃত্যু নেই

FB_IMG_1751618392932

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও চলমান থাকবে এবং জেলার আরও গ্রামীণ অঞ্চলেও নেওয়া হবে সমানতালে কার্যক্রম।

FB_IMG_1751618383499

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পন্থা হলো ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা। বরগুনার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

আসুন, সবাই সচেতন হই। নিজের বাড়ির আশপাশে জমে থাকা বৃষ্টির পানি অপসারণ করি। ডেঙ্গু প্রতিরোধে নিজেই হই প্রথম সেনা।

প্রতিনিধি/এসএস