জেলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। এদিন ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন।
২০২৪ সালে ডিসেম্বর মাসের ৩ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সাদিকুল ইসলাম রাব্বি (২৮) মানিকগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এ এম নাঈমুর রহমান দুর্জয়কে আদালত ৪ দিনের রিমান্ড মন্ঞুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে এই সংসদ সদস্যকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান সদর থানার পুলিশ।
এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি হুমায়ন কবির ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন নজুরুল ইসলাম বদশাসহ বেশ কয়েকজন নিনিয়র আইনজীবী।
এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বিস্ফোরণ মামলায় মানিকগঞ্জের-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়কে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিলো। আদালতের বিচারক তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন। এই আসনে ২০১৪ এবং ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন এ এম নাঈমুর রহমান দুর্জয়। ৫ ই আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন দুর্জয়। গতকাল বুধবার দিনগত রাতে ঢাকার লালমাটিয়ার একটি বাড়ি থেকে মানিকগঞ্জের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানার মামলা ছাড়াও দূর্জয়ের নির্বাচনি এলাকার তিনটি থানায় একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/ এজে