images

সারাদেশ / শিক্ষা

জুলাই অভ্যুত্থানে আহত ইবি শিক্ষার্থীরা পেলেন আর্থিক সহায়তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) বিকেলে উপাচার্যের ব্যক্তিগত ফান্ড থেকে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া প্রো-ভিসি ড. এম এয়াকুব আলী, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির, তানভীর মাহমুদ মণ্ডল, গোলাম রাব্বানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে আহত হওয়া ইবি শিক্ষার্থীদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। পরে আহত হওয়া শিক্ষার্থীরা যথাযথ নথিপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে মোট ১১ শিক্ষার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হন। পরে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মিজানুর রহমান, আহাদ আলী, মো. ফাইন কাজী, মো. তৌফিক আলী, মো. হৃদয় হোসেন, মো. ইয়াছিন আরাফাত, মো. জাকির হোসেন, আজহারুল ইসলাম, সুলতান মাহমুদ, সোহেল রানা ও কুতুব উদ্দীন।

thumbnail_1000110608

এ সময় সহায়তা পাওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও বহু জুলাই যোদ্ধারা সারাদেশে হাসপাতালে কাতরাচ্ছে। সরকারের কাছে সবিনয়ে অনুরোধ, যাতে সবার ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা হয়৷

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই স্পৃহা আমাদের আদর্শ। এটিকে ধারণ করে সবাইকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের ত্যাগের কাছে এই সামান্য অর্থ কিছুই না। আমরা এই আন্দোলনে আহত-নিহতদের ঋণ কখনোই ভুলব না৷ এ সময় তিনি, এই আন্দোলনে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধি/এসএস