images

সারাদেশ

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য জাফর ৭ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি

০২ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আরেকটি মামলায় নতুন করে আরও ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে পেকুয়ার দু’টি মামলায় ৪ দিনের রিমান্ড মন্জুর ছিল। পৃথক তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড পাওয়ায় জিজ্ঞাসাবাদ করতে চকরিয়া আদালত থেকে পেকুয়া থানায় নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুন থেকে ১৪ দিনের রিমান্ডে চকরিয়া থানায় ছিলেন জাফর আলম। রিমান্ড শেষে বুধবার (২ জুলাই) সকাল সাড়ে নয়টায় তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার সকাল সাড়ে নয়টায় চকরিয়া থানা থেকে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় পেকুয়া থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে ওই মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চকরিয়ার ৫টি মামলার সাথে পেকুয়ার দু’টিসহ সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। সকালে সাতদিনের রিমান্ডের জন্য জাফর আলমকে পুলিশ চকরিয়া আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে গেছে।

আরও পড়ুন

কেন্দুয়ায় সরকারি চাল জব্দ, সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোলাম সরওয়ার বলেন, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার দুই মামলায় চারদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪দিন রিমান্ড শেষে জাফর আলমকে বুধবার সকাল নয়টায় আদালতে উপস্থাপন করা হয়।

এপিপি গোলাম সরওয়ার বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়ার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে জাফর আলমসহ ৫০-৬০জন আসামি ধানের শিষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে রাখেন। ৫ আগস্টের পটপরিবর্তনে সে ঘটনায় মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই মামলায় জাফর আলমের সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পেকুয়া থানার আগের দুই মামলাসহ মোট তিন মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে জাফর আলমের। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতদিনের রিমান্ডের জন্য পেকুয়া থানায় আনা  হয়েছে। তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস