জেলা প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম
ফরিদপুরে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ জুলাই) সকাল ১০টার দিকে এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য দেন - ফরিদপুরের সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, ফরিদপুর পুলিশ পরিদর্শক ক্রাইম অ্যান্ড অপস্ - মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার। এ সময় অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় এ বছরের স্লোগান হলো ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। আলোচনা সভায় বক্তারা দেশে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু। বৃক্ষ সামাজিক ভারসাম্য রক্ষা করে। আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। টেকসই উন্নয়নের জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।
তারা বলেন, সবাইকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করুন এবং সেগুলোর পরিচর্যা করেন। একইসাথে বাড়ির আঙিনায় ফল ও শাক-সবজির চারা লাগানোর জন্য আহ্বান জানানো হয়। পরে একটা শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে বৃক্ষমেলায় এসে উপস্থিত হয়। এখানে মেলা উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়।
প্রতিনিধি/ এমইউ