images

সারাদেশ

কালীগঞ্জে ফেনসিডিলসহ নারী কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ যাত্রীবাহী পরিবহন থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ শারমিন আক্তার রুমা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরের কালিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

গ্রেফতার শারমিন আক্তার রুমা জেলার কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় প্যাকেটের মধ্যে থাকা একটা কৌটা থেকে ও ওই নারীর দেহ তল্লাশি করে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস