images

সারাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

1000060602

মঙ্গলবার (১ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

1000060604

আটক ব্যক্তিরা হলেন- যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে কাসমীর মণ্ডল (৪০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মণ্ডলের ছেলে চন্দন মণ্ডল (২২)।

আরও পড়ুন

ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার ওপর হামলা, গ্রেফতার ৩

1000060606

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তারা বিজিবির হাতে আটক হন। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

1000060598

এছাড়া মহেশপুর ৫৮ বিজিবির অধীন নিমতলা ও গয়েশপুর বিওপির পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ৫ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলার প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এসএস