images

সারাদেশ

বিদ্যুৎ এলো সুনামগঞ্জে

জেলা প্রতিনিধি

২০ জুন ২০২২, ০৭:০২ পিএম

images

বন্যাকবলিত সুনামগঞ্জ শহরে চার দিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (২০ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।

জানা গেছে, বন্যার পানি কমতে থাকায় শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতাল, কারাগার, জেলা প্রশাসক কার্যালয়, সদর থানা রয়েছে।

মশিউর রহমান বলেন, পৌর শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আরও এলাকায় দেওয়ার জন্য কাজ করছি। তবে যেসব এলাকার পানি এখনো নামেনি, সেখানে বিদ্যুৎ সরবরাহ পরে স্বাভাবিক হবে।

এএ