images

সারাদেশ

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া-আলোচনা

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷

আরও পড়ুন

জুলাই আন্দোলন আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে: নাহিদ

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ফেনী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। শহর সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিনের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাজমুল হাসান, মনির আহমদ খান, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন, হাফেজ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফজলুল হক প্রমুখ।

thumbnail_IMG-20250701-WA0037

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির বলেন, ফেনীর গণহত্যার নির্দেশদাতা ও গণহত্যার অংশগ্রহণকারী খুনিদের অনতিবিলম্বে দেশে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেই এদেশে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব। তিনি হত্যাকারীদের বিচার এবং সংস্কার শেষে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি দাবি জানান। একই দিন বাদ মাগরিব ফেনীর মসজিদে মসজিদে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

প্রতিনিধি/এসএস