images

সারাদেশ

পটুয়াখালীতে বিএনপির সম্মেলন বুধবার, প্রধান অতিথি তারেক রহমান

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম

পুটয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর জেলার পৌর শহরের জিমনেসিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীসহ বিভিন্ন পদের প্রার্থীরা ছুটছেন কাউন্সিলর ডেলিগেটদের দ্বারে দ্বারে। চলছে মিছিল, মিটিং ও সমাবেশ। প্রায় ১৫০০ কাউন্সিলর ডেলিগেট তাদের গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। সম্মেলন পরিচালনার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। 

সম্মেলনকে কেন্দ্র করে শীর্ষ তিনটি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এক ডজন প্রার্থীর নাম এখন নেতা-কর্মীদের মুখে। এর মধ্যে সভাপতি পদে যাদের নাম উঠেছে তারা হলেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রসিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া। 

সাধারণ সম্পাদক পদে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহসীন উদ্দীন, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের আলোচনার শীর্ষে রয়েছেন জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ভিপি শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাকসুদ।


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক মো. আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, সদস্য মো. দুলাল হোসেন। 

সম্মেলনে সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রসিদ চুন্নু মিয়া ও সঞ্চালনা করবেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রসিদ চুন্নু মিয়া বলেন, ১৫০০ কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা আশা করি দল আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি হবে আরও সুদৃঢ়। জেলার মানুষও চাইছে পরিবর্তনের হাওয়া বইতে থাকুক রাজনীতির ময়দানে।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সরকার বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। আশা করছি ডেলিগেটরা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।

প্রতিনিধি/ এজে