জেলা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১০:৫৯ এএম
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় একটি পুকুরের পানিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয়রা।
সোমবার (৩০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পূর্ব বনগাঁও গ্রামের ধুপ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই পুকুরের দিকে মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে স্থানীয়রা পুকুরের পানিতে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। অজ্ঞাত ব্যক্তির মাথা ও মুখ পানির নিচে থাকায় চেনা যাচ্ছে না তাকে। পানিতে তার ধর ভাসমান অবস্থায় পরে আছে। দেহটা তুললে হয়তো মুখ দেখে পরিচয় পাওয়া যেত পারে।
ওসি মুহ. আরশেদুল হক বলেন, পুকুরের পানিতে মানুষের লাশ ভাসছে এমন খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি। সেখানে গিয়ে ও মরদেহ উদ্ধার করার পর পরিচয় ও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
প্রতিনিধি/ এজে