images

সারাদেশ

সিরাজগঞ্জে হবি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে হবিবর রহমান হবি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

রোববার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত: ২-এর বিচারক কানিস ফাতিমা এই রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সরোয়ার খান নবাব বিষয়টি নিশ্চিত করে জানান, মোট সাত আসামির মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দণ্ড দেন এবং একজনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন - কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার পচা শেখের ছেলে জুড়ান শেখ, তার স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন; সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, অসীম খাঁর ছেলে কুড়ান খাঁ এবং শাহ আলীর স্ত্রী ফুলমালা।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন হবিবর রহমান। পরের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ অক্টোবর বিকেলে বাড়ির পাশের ফসলি জমির পানির মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবার পরে জানতে পারে, হবিবর রহমান প্রতিবেশী নারী ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। বিষয়টি এলাকায় সমালোচনার জন্ম দেয়। এই সম্পর্ককে কেন্দ্র করেই ফুলমালা ও অন্য আসামিরা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে কাজীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ জানুয়ারি সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় দেন। 

প্রতিনিধি/ এমইউ