images

সারাদেশ

বিএম কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, আমরণ অনশনের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৫, ০৯:১২ পিএম

শিক্ষক সংকট দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে এবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ঘণ্টাব্যাপী ব্লকেড কর্মসূচি হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরের কলেজের সামনে হাসপাতাল রোডে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাসরুম, অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবি জানান। অবিলম্বে এ দাবি আদায় না হলে সোমবার থেকে আমরণ অনশন ও ক্যাম্পাসের সব দফতরে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা।

WhatsApp_Image_2025-06-29_at_4.27.47_PM

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সাহাবুদ্দিন মিয়া, সমাজকর্ম বিভাগের সাইফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের তানজিল।

আরও পড়ুন

সেই আওয়ামী শিক্ষকের বিরুদ্ধে ১ যুগ পর উচ্চতর তদন্ত কমিটি গঠন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন চলছে। বছরের পর বছর ধরে অবকাঠামো ও অ্যাকাডেমিক সংকটে বিরাজ করলেও তা সমাধানে কর্তৃপক্ষের নজর নেই। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পড়াশোনার পরিবেশ নেই। অল্প বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পুরো ক্যাম্পাস। অপর্যাপ্ত ছাত্রাবাসের অধিকাংশ বসবাস অনুপযোগী। তাই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

WhatsApp_Image_2025-06-29_at_4.27.48_PM

কয়েক দিন ধরে চলমান এ আন্দোলনের অংশ হিসাবে কয়েক দিন আগে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছিল।

প্রতিনিধি/এসএস