images

সারাদেশ

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত নির্মাণের দাবিতে বরিশালে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৫, ০৮:৩৮ পিএম

দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন মহাসড়ক নির্মাণকাজ শুরু ও অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতু দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও সওজের ভবনের সামনে এ কর্মসূচি করে বিক্ষুব্ধ জনতা। বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় বক্তারা।

IMG-20250629-WA0044

সমাবেশে বক্তৃতা দেন, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজন ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান খোকন, নজরুল হক নিলু, চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, কামরুন নাহার বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

IMG-20250629-WA0046

বক্তারা বলেন, ঢাকা-বরিশাল সড়কের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ১৯৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন পর্যন্ত মহাসড়ক না হওয়ায় লাফিয়ে বাড়ছে প্রাণঘাতি দুর্ঘটনা। পদ্মা সেতু নির্মাণের পরে এই রুটে পাঁচ গুণ যান চলাচল বৃদ্ধি পেলেও সরু সড়কটির প্রশস্ততা বৃদ্ধি পায়নি। এর ফলে পদ্মা সেতু নির্মাণের পরেও দক্ষিণাঞ্চলগামী সেতুর কোনো সুফল পাচ্ছে না। এছাড়া বরিশাল-বাউফল সড়কের নেহালগঞ্জ সেতু ও বাকেরগঞ্জের রাঙামাটি নদীর উপর গোমা সেতু দ্রুত নির্মাণ করা দরকার। সেতু দুটি না থাকার কারণে বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জের সাথে বাউফল পটুয়াখালী জেলার যোগাযোগ বিঘ্নিত হয়ে জনদুর্ভোগ বৃদ্ধি করছে।

আরও পড়ুন

আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

WhatsApp_Image_2025-06-29_at_4.19.05_PM

জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জানান, দাবিনামা দ্রুত মন্ত্রণালয়ে পৌঁছে দেব যাতে করে তড়িৎ ব্যবস্থা নেওয়া যায়। বরিশাল সড়ক জোনের সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, গোমা সেতু আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। নেহালগঞ্জ সেতুটি যাতে দ্রুততম সময় শেষ করা যায় সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন রয়েছে।

প্রতিনিধি/এসএস