images

সারাদেশ / স্পোর্টস / ক্রিকেট

বরিশালের স্থানীয় ক্রিকেটারদের প্রতি অতীতে অবিচার হয়েছে: বিসিবি সভাপতি

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৫, ০৮:৩০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, বরিশালে স্থানীয় লীগের আয়োজন না করে এখানকার ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়েছে। গত ১০ বছরে বরিশালে এক থেকে দেড় হাজার ক্রিকেটার তৈরি হতে পারত। তার মধ্যে অন্তত ১০০ জন থাকতেন যারা জাতীয় পর্যায়ের ক্রিকেটার হতে পারতেন।

রোববার (২৯ জুন) বেলা ১২টায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর (রজত জয়ন্তী) উপলক্ষে বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট লীগে (বিপিএল) দুইবার চ্যাম্পিয়ান হয়েছে ‘ফরচুন বরিশাল’। অথচ বরিশাল স্টেডিয়ামে আজ পর্যন্ত বিপিএলের ম্যাচ হয় না। সোহাগ গাজী, কামরুলসহ এখানকার প্লেয়ারদের নিয়ে আমরা গর্ব করি। কিন্তু খেলা না হওয়ার কারণে কত হাজার ক্রিকেটার আমরা নষ্ট করে ফেলেছি সেটা ভেবে আমরা লজ্জা পাই না!

thumbnail_WhatsApp_Image_2025-06-29_at_4.21.21_PM

তিনি আরও বলেন, বরিশালে ক্রিকেট কোচিং কোর্স হয় না, আম্পায়ারিং কোচিং কোর্স, কিউরেটর কোচিং কোর্স হয় না। তবে ছোট ক্রিকেট বোর্ডের যে অফিস হবে এখানে সেটার মাধ্যমে এ কাজগুলো করা হবে। এজন্য বরিশালবাসীর সবার সহযোগিতা প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজের অসমাপ্ত কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন। সেপ্টেম্বরে মধ্যে শেষ হলে পরবর্তী পরিকল্পনা নেবেন।

দেশের ক্রিকেট উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ করবে বিসিবি। এ জন্য কানেক্ট অ্যান্ড রো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিকে ক্রিকেটার তৈরি করা হবে।

thumbnail_WhatsApp_Image_2025-06-29_at_4.21.21_PM

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটি উপজেলার খেলোয়াড়দের ডাটাবেজ বোর্ডের সিস্টেমের কাছে থাকবে। জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়দের চিনবে, কতজন লেগ স্পিনার রয়েছে, কতজন পেসার রয়েছে, কতজন ব্যাটস্ ম্যান রয়েছে তা তারা জানবে। জেলা কোচ সবকিছু বিভাগের কাছে রিপোর্ট করবে, যে তার কোন উপজেলাতে কতজন ক্রিকেটার খেলছে। আর সব জেলা মিলিয়ে যখন একটি শক্তিশালী বিভাগীয় দল হবে, তখন আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না।  আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালকে রিপ্রেজেন্টেশন করুক।

আরও পড়ুন

কাল বিসিবির বোর্ড সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

তিনি আরও বলেন, বিভাগীয় পর্যায়ের হেডকোয়ার্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটি অফিস থাকবে। যেখানে একজন ক্রিকেটের প্রধান থাকবেন এবং তার অধীনে একজন হাই পারফরমেন্স কোচ থাকবে। এখানে যত ধরনের ক্রিকেট হবে সব তার তত্ত্বাবধায়নে হবে। তবে আমরা নরমাল ক্রিকেট গ্রোথকে ডিস্টার্ব করব না।

তিনি আরও বলেন, আমি ২৯ দিন হয়েছে ক্রিকেট বোর্ডে এসেছি। এখনই আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। তবে এখানে যদি বিপিএল হলে যোগাযোগ ব্যবস্থার কারণে এ স্টেডিয়ামের গ্যালারি লোকারণ্য হয়ে যাবে এটা বলতে পারি। আর এজন্য আমি ক্রিকেট বোর্ডকে স্ট্রংলি বলতে পারব। এ মাঠ উন্নয়ন করে বরিশালকে কীভাবে আরও অ্যাকটিভ ক্রিকেট বিভাগ হিসেবে পরিচালনা করতে পারি সে জন্য খুব চেষ্টা করছি আমরা।

thumbnail_WhatsApp_Image_2025-06-29_at_4.21.21_PM_(2)

বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলা শুরুর ২৫ বছর পূর্তি পালন উপলক্ষে বরিশাল স্টেডিয়ামে রোববার দিনব্যাপী নানা আয়োজন ছিল। বিসিবির নতুন সভাপতি এই প্রথম বরিশাল স্টেডিয়ামে গেলেন। এতে ক্রীড়ামোদীদের মধ্যে ছিল নতুন আশার আলো।  টেস্ট ক্রিকেটের ২৫ পূর্তি উপলক্ষ্যে বরিশাল স্টেডিয়ামে অনূর্ধ্ব ১২ বছর কিশোর ও কিশোরী ক্রিকেটারদের নিয়ে পৃথক দু'টি সিক্স এ সাইড টুনার্মেণ্ট এবং পেস বোলিং হান্ট ক্যাম্প উদ্বোধন করেন বিসিসি সভাপতি।

এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার আবু রায়হান, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিজ, ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ক্রীড়ামোদীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস