জেলা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
বগুড়ার কাহালু ও সোনাতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
রোববার (২৯ জুন) সকালে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে আম বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন এক ট্রাকচালক।
নিহত ট্রাকচালক আলতাফ হোসেন (৪৮) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন ব্যাপারীর ছেলে।
এ দুর্ঘটনায় আহত হন বিপরীতমুখী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাসেদ (১৫)।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এ বিষয়ে জানান, দুই দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।
অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান এক গৃহবধূ। নিহতের নাম মঞ্জিলা বেগম। তিনি ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মঞ্জিলা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলসহ চালক রাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস