জেলা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০৬:৫১ পিএম
মাদারীপুরে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৮ জুন) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
তবে এ সময় কাউকেই আটক করা যায়নি বলে জানিয়েছেন মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
রোববার দুপুরে তিনি জানান, ঢাকা থেকে নিষিদ্ধ পলিথিনবাহী কাভার্ডভ্যানটি বরিশাল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম এলাকায় হাইওয়ে পুলিশ যানবাহনটি থামানোর জন্য সিগন্যাল দেয়। পরে তল্লাশি করে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এরই মধ্যে কৌশলে পালিয়ে যায় কাভার্ডভ্যানের চালক। তাকে ধরতে অভিযান চলছে।
মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, পলিথিন জব্দের বিষয়ে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ