images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরীক্ষা শুরু, ১৫ মিনিটে দেওয়া হচ্ছে রিপোর্ট

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৫, ১১:২৯ এএম

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,প্রথম দিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে,তাদের সকলে নেগেটিভ রেজাল্ট এসেছে।

তত্ত্বাবধায়ক ডা.মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে।

মাসুদ পারভেজ আরও জানান, করোনা রোগীদের জন্য দুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।

এর আগে, ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সে সময় আক্রান্ত হয়েছে মারা গেছে ১৬৪ রোগী,আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার। 

প্রতিনিধি/ এজে