জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১১:০১ পিএম
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় হাফেজ আহাম্মদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মা ফাতেমাতুজ্জোহরাকে (৬৩) প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ আহাম্মদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠান নগর মিয়াজী বাড়ির হারেস আহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের ওপর বেরিয়ারকে (প্রতিবন্ধক) পাশ কেটে অসতর্কতাবশত পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে পরিবহনটি ক্ষতিগ্রস্ত হয়ে কয়েকজন যাত্রী ছিটকে পড়ে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ আহাম্মদকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার মা ফাতেমাতুজ্জোহরাকে (৬৩) প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনীর প্ল্যাটফর্মে প্রবেশের আগমুহূর্তে রাত ৭টা ৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে দু’জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ আহাম্মদ নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ