images

সারাদেশ

গাজীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৫, ০৯:৩৮ পিএম

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

‎শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো - টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) এবং একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনি (১১)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় কয়েকজন শিশু ফুটবল খেলছিল। খেলতে গিয়ে ফুটবলটি পুকুরে পড়ে যায়। তখন শিশু আবু রায়হান ফুটবলটি আনতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় অপর শিশু ওসমান গনি তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে যায়। ‎পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ‎

‎টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ