images

সারাদেশ

ভাণ্ডারিয়া বিএনপিতে একতরফা সিদ্ধান্তে ক্ষোভ, যাচাই-বাছাই ছাড়াই সম্মেলন

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৫, ০৯:১৮ পিএম

ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন নিয়ে দলের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সদস্য নবায়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ না করেই একপক্ষকে সুবিধা দিয়ে সম্মেলনের প্রস্তুতির অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন সিকদার লিখিত বক্তব্যে জানান, জেলা সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুর নেতৃত্বে সদস্য ফরম জমা নেওয়া হলেও যাচাই-বাছাই বন্ধ রেখে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

৭১ টিভির প্রশংসা: বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি অভিযোগ করেন, দুই গ্রুপ ফরম জমা দিলেও যাচাই না করে শুধু সুমন মঞ্জুর গ্রুপকে সব ফরম বুঝিয়ে দেওয়া হয়। মাহমুদ গ্রুপের বেশিরভাগ ফরম ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

thumbnail_1000132950

এছাড়া, পিরোজপুর সড়ক ও জনপদের ‘আই.বি’ অফিসে গিয়ে দেখা গেছে, বিএনপির সাব-কমিটির পরিবর্তে সাবেক আওয়ামী লীগপন্থি কয়েকজন সদস্য যাচাইয়ের কাজ করছেন এবং নিজেরাই সম্মেলনের সময় ও স্থান ঘোষণা দিচ্ছেন।

নেতাকর্মীদের অভিযোগ, এভাবে যাচাই-বাছাই ও আলোচনা ছাড়া ভোটার তালিকা চূড়ান্তের চেষ্টা বেআইনি এবং পক্ষপাতদুষ্ট। তারা দ্রুত উভয় পক্ষের ফরম উন্মুক্ত যাচাই করে গ্রহণযোগ্য তালিকা তৈরির দাবি জানান।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপি নেতা গোলাম মোস্তফা শরীফ, মনির হোসেন হাওলাদার, আব্দুর রাজ্জাক শরীফসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস