images

সারাদেশ

ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৫, ০৮:৪৯ পিএম

শেরপুরের ইউনাইটেড প্রাইভেট হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত চাঁদনী বেগমকে (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।

thumbnail_1000098822

শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

আটক চাঁদনী বেগম (৩২) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

1000099021

নবজাতকের স্বজন ও স্থানীয়রা জানান, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগমের চারদিনের শিশুকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার সময় চাঁদনী বেগম নামে ওই নারী চুরি করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলিসহ আশপাশের কয়েকশ লোকজন হাসপাতালে সামনে এসে প্রতিবাদ জানায়। পরে পুলিশ ও স্থানীয় নেতারা এসে পরিস্থিতি শান্ত করে।

আরও পড়ুন

ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক চুরি, রুমের সিসি ক্যামেরা অফ!

ঘটনার পরপরই পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

শেরপুর জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, বলেন, অভিযান চালিয়ে নবজাতক উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস