জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ০৮:০৬ পিএম
ফেনীতে মা-ছেলেসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকের পর যাচাই-বাছাই শেষে শনিবার (২৮ জুন) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফেনী শহরের গুদাম কোয়াটার এলাকার তাহের চৌধুরীর ভাড়াটিয়া মোহাম্মদ কবির মোল্লার ছেলে হৃদয় (১৬) ও কবির মোল্লার স্ত্রী নাজমা বেগম (৪২), নাজির রোড এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ লিটনের ছেলে মো. মেহেদী হাসান (১৯), বিরিঞ্চির বড় বাড়ি এলাকার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে আল আমিন (১৫), শিবপুর আসাদ আলী মাঝি বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ মিরাজের ছেলে মোহাম্মদ শাহিন (১৬), উত্তর সহদেবপুর এলাকার আমিন মঞ্জিলের ভাড়াটিয়া মোহাম্মদ শহীদের ছেলে মো. সুমন (৩৩) এবং গুদাম কোয়াটার এলাকার তাহের চৌধুরীর ভাড়াটিয়া কবির মোল্লার স্ত্রী মোসাম্মৎ নাজমা বেগম (৪২)৷
গ্রেফতার ব্যক্তিদের সবাই ফেনীতে বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে জেলাজুড়ে চুরি ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে চুরি করা নগদ ৫৬ হাজার টাকায় এবং একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৩১ মে ছাগলনাইয়া উপজেলার দিলরুবা আক্তার নামের এক নারী তার ঘরের সদস্যদেরকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার চুরির একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকালে এক নারীসহ কয়েকজন শিশু কিশোরের নাম উঠে আসে।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সুমনের কাছে স্বর্ণালংকার বিক্রির নগদ ৫ হাজার টাকা, আসামি হৃদয়ের বসতঘর হইতে আসামীর মাতা মোসা. নাজমা বেগম এর হেফাজত হইতে নগদ ৫৬ হাজার টাকা এবং একটি চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস