জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় নারী ও শিশুদের মাঝে বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।
শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর। সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান, মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন কাঁঠাল, পেয়ারা, জাম, আমলকি, মেহগনি ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছ উপহার ও রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর।
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান জানান, ভবিষ্যতেও এই ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি