images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের আম যাবে আলজেরিয়ায়, বাগান পরিদর্শনে রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৫, ০৭:৩১ এএম

চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামে এক চাষির আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

chapai_1

আবদেলোহাব সাইদানি জানান, চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে এসে ভালো লাগলো। আমরা এখানকার আম ক্রয় করতে চাই। এছাড়াও চাষিদের আম রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এ জেলায়। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে আলজেরিয়া।

chapai_2

আমচাষি আহসান হাবিব বলেন, কয়েক বছর থেকে আমচাষিরা ক্ষতিগ্রস্ত। আমদানি অনেক বেশি কিন্তু সে পরিমাণে বিদেশে আম রফতানি হচ্ছে না। তবে সন্ধ্যায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার আম বাগান পরিদর্শন করে এখানকার আম পছন্দ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন তারা এখানকার আম নিতে চান।

chapai_3

এনামুল হক স্বপন নামের আম ব্যবসায়ী বলেন, আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমাদের আমের দাম বাড়বে। চাষিদের আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে চেয়েছে আলজেরিয়া।

chapai_5

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, জেলার আম প্রক্রিয়াজাতকরণের কয়েকটি ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি এখানকার আমও পছন্দ করেছেন। চাষিদের সঙ্গে মিশে কাজ করতে চান তারা। কোনো মাধ্যম ছাড়া সরাসরি আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।

প্রতিনিধি/ এজে