জেলা প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
সতেরো বছর ধরে উন্নয়ন বঞ্চিত বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দারা সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর পশ্চিম বগুড়া জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে এ কর্মসূচি হয়। এর আগে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি করে।
এলাকাবাসীর দাবি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামের এ সড়ক সংস্কার নিয়ে অতীতে অবহেলা করা হয়েছে। তাই দ্রুত সড়ক ও ড্রেন সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘবের দাবি জানান তারা।

এ সময় বক্তৃতা দেন, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তালুকদার, স্থানীয় বাসিন্দা সৈয়দ আশরাফ আলী, জায়েদ হোসেন, হারুন, নুরুজ্জামান, মামুন, মজিবর রহমান, শানু, হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, নথুল্লাবাদ ব্রিজ থেকে নবগ্রাম রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন হাজারো বাসিন্দা চলাচল করে। সংস্কার না হওয়ায় বছরের পর বছর ধরে রাস্তায় গর্ত হয়ে আছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। এ কারণে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। চলতি বর্ষায় এ দুর্ভোগ আরও বেড়েছে। সড়কটি নির্মাণের সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মরণে সড়কটির নামকরণ করা হয় ‘শহীদ জিয়া সড়ক’। কিন্তু এরপর থেকেই এই সড়ক উপেক্ষিত থেকে যায়। গত ১৭ বছরে বেশ কয়েকবার জনপ্রতিনিধি বদলালেও এই সড়কের উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি এই সময়ের মধ্যে বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।
প্রতিনিধি/এসএস