জেলা প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০৮:০৫ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দু’জনকে আটক করেছে বিজিবি ।
শুক্রবার (২৭ জুন) ভোরে উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে আগমনকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো - বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের কুদ্দুছ ফকিরের ছেলে আশিকুল ইসলাম (৪২) এবং ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাগর প্রমাণিকের ডাঙ্গী গ্রামের নকুল মন্ডলের ছেলে সত্য মন্ডল (৪৬) ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে - চাপাতলা গ্রামের মো. রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে পাকা রাস্তার ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে দু’জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় ।
তিনি জানান, পৃথক আরেক যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত-৪৯/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া নামক গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন তিন কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকদের ও উদ্ধারকৃত মাদকের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
প্রতিনিধি/ এমইউ