images

সারাদেশ

ফেনী সীমান্তে মাদক, ওষুধ কসমেটিকসসহ  ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

২৭ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে বিজিবি।

 শুক্রবার (২৭ জুন) ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

1000437619

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহল দল ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। এগুলো আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

1000437616

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস