জেলা প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০৫:১৭ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সংস্কার খুব ধীর গতিতে হচ্ছে অথবা সংস্কার দ্রুত গতিতে হচ্ছে, এসব বিষয়ের চেয়ে বড় কথা হলো এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ, অতীতের জরাজীর্ণ বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ করতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটা উন্নত বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের বাসাইল কেন্দ্রীয় মডেল জামে মসজিদের মিলনায়তনে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আযম খান বলেন, এই আমরা বলেছি যে আমাদের গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন, সংস্কার, বিচার সবকিছু চলমান থাকবে। কাজেই সংস্কার যতটুকু সম্ভব এই সরকার চালিয়ে নিচ্ছেন। আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, এই সংস্কার চলবে, ফ্যাসিবাদেরও বিচার চলবে এবং আমাদের সমৃদ্ধির জন্য সব কার্যক্রমও চলমান থাকবে।
বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনীতি করতে হলে কোনো ধরনের সংগঠনবিরোধী কাজ করা যাবে না। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম, অনৈতিকতার আশ্রয় নেওয়া যাবে না। তাহলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হবে। একটি দুর্নীতি মুক্ত, একটি সুশৃঙ্খল বাংলাদেশের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ