জেলা প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্বীকৃতির ২৫ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমকালো ক্রিকেট কার্নিভাল। র্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এই কার্নিভালের সূচনা হয়।
শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
উদ্বোধনের আগে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে অংশ নেন খুদে ক্রিকেটার, কলাকুশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালিটি ঝিনাইদহ প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহমেদ নাসিম আনসারী, জেলার প্রধান ক্রিকেট কোচ ফরহাদুর রেজা মুন্না, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)-এর সাধারণ সম্পাদক হাসান শরিফ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রত্না খাতুনসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
পরে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের অনূর্ধ্ব-১২ বছর বয়সী খুদে ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে।
প্রতিনিধি/একেবি