images

সারাদেশ

৩০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে এ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাজিপুর গ্রামের মৃত মোসা শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৪৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেলকরিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে মুক্তার আলী (৩৪)।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে বুধবার (২৫ জুন) দিবাগত রাত প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অলিপুর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার হন। মামলা দিয়ে গ্রেফতার ব্যক্তিদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ