জেলা প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম
জামালপুরে প্রবেশপত্র না পেয়ে চলমান এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছেন ১৭ জন শিক্ষার্থী। বৃহপতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বিদ্যালয়ে গিয়ে আন্দোলন করে ওইসব পরীক্ষার্থীরা।
এ ঘটনায় শহরের দড়িপাড়ার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তালা লাগিয়ে পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
জানা গেছে, জামালপুর শহরে বেসরকারিভাবে কয়েক বছর থেকে পরিচালিত হয়ে আসছে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করের এই কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম।
এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে নেওয়া হলেও তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কিছুই দেওয়া হয়নি। এ ঘটনায় সকাল থেকে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন ওই কলেজে পরীক্ষাবঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এ বিষয়ে জানতে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সঙ্গে যোগযোগ করার জন্য কলেজে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান জানান, বিষয়টি আমি শুনেছি, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো অনুমোদন নেই। তবে শিক্ষার্থীরা যদি গতকালও আমাদের জানাতো, তাহলেও একটা ব্যবস্থা করা যেত। শিক্ষার্থীরা যোগাযোগ করেলে বোর্ডের সঙ্গে কথা বলবো।’
লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।
এএইচ