জেলা প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১০:১৭ পিএম
বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ জুন) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
মৃত গৃহবধূর নাম সাধনা রানী (৩৫)। তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন চন্দ্র দাসের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ডেঙ্গুতে ভুগছিলেন সাধনা রানী। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার একমাত্র ছেলে হৃদয় চন্দ্র দাসও (১২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী।
স্থানীয়রা জানান, সম্প্রতি ওই এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। তারা বলেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
স্থানীয়রা স্বাস্থ্য বিভাগের দ্রুত হস্তক্ষেপ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, পাথরঘাটাসহ জেলায় ডেঙ্গু প্রতিরোধে আমরা কাজ করছি। আক্রান্তদের চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রতিনিধি/ এমইউ