images

সারাদেশ

প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সম্পন্নের চেষ্টা করছি: নৌপরিবহন উপদেষ্টা

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৫, ০৯:২৫ পিএম

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নৌপরিবহন সেক্টরে আধুনিকায়ন একটা লং টাইম পরিকল্পনা। আমার হাতে যে কাজগুলো আছে সেখান থেকে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সম্পন্নের চেষ্টা করছি।’

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এখনো আমরা নতুন প্রজেক্টগুলো নিচ্ছি। তবে এসব প্রজেক্টের কাজগুলো আমার পক্ষে শেষ করে যাওয়া সম্বব হবে না। বাংলাদেশে একটা প্রজেক্ট পাস হতে অনেক সময় লাগে। যত দ্রুতই আমি করি না কেন-প্রজেক্ট পাস হওয়ার পরে মবিলাইজেশন, টাকা-পয়সাসহ অনেক কিছুই রয়েছে।’

S2

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা ডিসিশন নিয়েছি, শিমুলিয়াতে বন্দর করব। সেখানে বন্দরের খুব প্রয়োজন। ওখানে আগেরই একটা পরিকল্পনা ছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, সেজন্য লোকে ভাবছে আর কিছুর দরকার নাই। আসলে তো দরকার আছে। ফেরির দরকার না থাকতে পারে কিন্তু ওই অঞ্চলের জন্য নৌবন্দর প্রয়োজন রয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের ভবিষ্যতে যে সি পোর্টগুলো হচ্ছে, সেগুলোতে বে টার্মিনাল হবে। এখান থেকে যে পণ্য আসবে এবং যাবে ওটা ভলিউম বাড়বে। ভলিয়ম বাড়লে এখানকার ইন্টার্নাল কন্টেইনারগুলো নিয়ে এসে আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা যাবে।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএইচ