images

সারাদেশ

অবহেলায় প্রসূতির মৃত্যু: ইন্টারন্যাশনাল হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৫, ০৯:১৮ পিএম

রংপুরে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ইন্টারন্যাশনাল হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম এ জরিমানা করেন। এ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।

রংপুর নগরীর ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে  জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ।

তিনি বলেন, হাসপাতালটিতে চিকিৎসা অবহেলায় একজন প্রসূতির মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালটির কাগজপত্র নবায়ন করা না থাকায় এবং অন্যান্য সমস্যা থাকার কারণে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

thumbnail_1111

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে প্রয়োজনীয় যন্ত্রপাতির কমতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে সেখানে। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স, কর্মচারীর সংকট রয়েছে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি এসব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কুমারখালীতে কর ফাঁকি দেওয়ায় চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, রংপুর জেলায় প্রতিনিয়তই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। সমস্যা থাকলে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। ধারাবাহিকভাবে অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এর আগে ১৬ জুন যৌথ বাহিনীর অভিযানে স্বপ্ন জেনারেল হাসপাতাল বন্ধ করার পরেও গোপনে রোগী ভর্তি কার্যক্রম ও অপারেশন করে আসার অভিযোগে আবারও অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস