images

সারাদেশ

ট্রেনের টয়লেটে ধর্ষণ: ভুক্তভোগী-অভিযুক্তকে ফেরত পাঠানো হলো ঢাকায়

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৫, ০৮:১২ পিএম

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামের বিরুদ্ধে।

বুধবার (২৫ জুন) বিকেলে সান্তাহার জংশন স্টেশন থেকে ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে তাদের বিকেল সোয়া ৫টার একতা এক্সপ্রেস ট্রেনে ফের কমলাপুরে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সকালে ধর্ষণের অভিযোগে রেলওয়ের কর্মচারী সাইফুল ইসলামকে আটক করা হয়।

আরও পড়ুন

৪ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার 

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। অভিযুক্ত রেলওয়ে কর্মচারীর তার বাড়ি গাইবান্ধায় এবং ভুক্তভোগী নারী কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ওসি আরও জানান, ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে তাদের বিকেল সোয়া ৫টার একতা এক্সপ্রেস ট্রেনে ফের কমলাপুরে ফেরত পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঢাকার কমলাপুর হওয়ায় সেখানেই মামলা করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস