images

সারাদেশ

পরিবেশ দিবসে ব্যতিক্রমী উদ্যোগ, পাটের ব্যাগ ও সুপারি খোলের বাটি বিতরণ

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগানে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শরীয়তপুরে উদ্‌যাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

1000195948

এর আগে, দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়।

1000195963

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম হোসাইন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আরও পড়ুন

টাঙ্গাইলে ৫ হাজার বৃক্ষরোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এই কর্মসূচিতে পলিথিনের পরিবর্তে ব্যবহারের জন্য পাট দিয়ে তৈরি বাজারের ব্যাগ ও সুপারি গাছের খোল দিয়ে তৈরি বাটি বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মীরা এসব সামগ্রী তুলে দেন পথচারী, ক্রেতা এবং দোকানিদের হাতে।

1000195966

পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে এ সময় মানুষকে সচেতন করা হয়। বলা হয়, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে, জলাবদ্ধতা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এর পরিবর্তে পাটজাত ও প্রাকৃতিক পণ্যের ব্যবহার বাড়াতে হবে। তাই সভায় প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশ-বান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ, কাচ বা মাটির মগ,  বাঁশ, বেত, কাগজের তৈরি ঠোঙা ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানানো হয় উপস্থিত সবাইকে।

1000195972

এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের জেলার সহকারী পরিচালক মো. রাসেল নোমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস