জেলা প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ০৩:০৯ পিএম
পঞ্চগড়ে পৃথক তিনটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আবারও ১৮ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২৫ জুন) ভোরে তেতুঁলিয়া উপজেলার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত এলাকায় ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১-এর ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে নারী-শিশুসহ ৫ জনকে বাংলাদেশে পুশ-ইন করে। পরে পঞ্চগড় ১৮ বিজিবির ভজনপুর বিওপির টহল দল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকা থেকে তাদের আটক করে।
প্রায় একই সময়ে টোকাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৫-এর ৩ ও ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে নারী-শিশুসহ আরও ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। তাদেরকে টোকাপাড়া বিওপির বিজিবি সদস্যরা কমলাপাড়া এলাকা থেকে আটক করে।
এছাড়া সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৯ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে একই ব্যাটালিয়নের শ্যাম বিওপির বিএসএফ সদস্যরা ৭ জনকে বাংলাদেশে পুশ-ইন করে। জয়ধরভাঙা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।
তিনটি সীমান্ত দিয়ে আটক হওয়া ব্যক্তিদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘বিএসএফের ঠেলে পাঠানো ১৩ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে। আমরা তাদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। পরিচয় যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগেও ছয় দফায় নারী-শিশুসহ মোট ৮৩ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছিল বিএসএফ।
প্রতিনিধি/একেবি