images

সারাদেশ

বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে মিলল কোরবানির মাংস ও সরকারি ওষুধ

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৫, ০৯:১২ পিএম

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে একটি লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে কোরবানির মাংস এবং মজুত মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিক-এ এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম এবং সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদী।

অভিযানকারী দল জানায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছিল। ভেতরে ছিল চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং নানাবিধ অনিয়ম।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘অভিযান চালিয়ে দেখা যায়, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কোরবানির মাংস। ক্লিনিকের স্টোররুমে পাওয়া গেছে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।’

মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম।

প্রতিনিধি/একেবি