images

সারাদেশ

গরুর খামারের পাশে মিষ্টির কারখানা, জরিমানা ৭০ হাজার টাকা

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

বাড়ির পেছনে বিশাল গরুর খামার, তার পাশেই গোবরের স্তুপ। এই গোবর ও খামারের সঙ্গেই লাগোয়া একটি মিষ্টিজাত পণ্য তৈরির কারখানা। নেই কোনো সীমানা প্রাচীর বা ঢাকনার ব্যবস্থা। চারদিকে মশা, মাছি ও পোকামাকড়ের উপদ্রব। উড়ে বেড়াচ্ছে পাখিও। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—কারখানাটির নেই কোনো বৈধ কাগজপত্র।

তারপরও কোনো নিয়ম-নীতি তোয়াক্কা না করেই প্রায় দুই বছর ধরে চলছিল এই কারখানাটি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর দয়রামপুর ঘোষপাড়া এলাকায় ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি’-তে অভিযান চালায় কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য পরিদর্শক ইয়াসিন আরাফাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও পুলিশ সদস্যরা। কারখানাটি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত।

কারখানার ব্যবস্থাপক সুশান্ত রায় স্বীকার করেন, ‘আমাদের কোনো বৈধ অনুমোদন নেই এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় দুই বছর ধরে কারখানাটি পরিচালিত হয়ে আসছে। এটি আমাদের ভুল। খুব দ্রুতই আমরা পরিবেশ উন্নয়ন ও বৈধতা অর্জনের ব্যবস্থা নেব।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, ‘এখানকার পরিবেশ দেখে মনে হয়, গরুর খামারেই মিষ্টিজাত পণ্য তৈরি হচ্ছে। পশু-পাখির অবাধ বিচরণ, চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এমন প্রশ্নে যে, কারখানাটি বন্ধ হওয়া উচিত কিনা—তিনি বলেন, ‘কারখানাটি সংশোধনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। কিছু মিষ্টিজাত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। আইন অমান্য করা হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কারখানাটি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি