জেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লি) থেকে তানিয়া আক্তার (৩০) নামের এক যৌনকর্মীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে যৌনপল্লির বাড়িওয়ালা শিরিনের দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ সময় আলামত হিসেবে একটি মোবাইলফোন, সিগারেটের স্ট্রে ও মোবাইলের চার্জার ক্যাবল (তার) জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস