জেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া খোকসায় সাপের কামড়ে যমুনা বিশ্বাস (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১টার সময় কুষ্টিয়ার মিরপুর ট্রেন স্টেশন থেকে আধা কিলোমিটার দক্ষিণ দিকের সর্দ্দার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জায়, বেলা একটার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে পোড়াহদ থেকে আসা একটি ট্রেন ধাক্কা দেয় । এতে ওই ব্যক্তি ট্রেনে নিচে পড়ে যায়, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এদিকে সাপের কামড়ে যমুনা বিশ্বাস (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) কুষ্টিয়ার খোকসা উপজেলায় উপজেলার জানিপুর ইউনিয়নের দশ কাহিনীয়া গ্রাম এ ঘটনা ঘটে। নিহত যমুনা বিশ্বাস একই এলাকার মৃত সনীর বিশ্বাসের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে ঘুমের মধ্যে যমুনা বিশ্বাসকে সাপে কামড় দেয়। পরে শরীর অসুস্থ হলে পরিবারের অন্যান্য সদস্যদের তিনি ডাকেন। বিষয়টি বুঝতে পেরে রাতেই স্থানীয় ওঝা দিয়ে তাকে ঝাড়ফুঁক দেওয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সকালে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান বলেন, সকালে সাপের কামড়ে যমুনা বিশ্বাস নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস