জেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ‘নিরাপদ পরিবহন - নিরাপদ সড়ক’ এই স্লোগানকে সামনে রেখে, সাধারণ যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলার লাহিড়ী-নেকমরদ রুটে পুনরায় নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সম্মেলন কক্ষে এক চূড়ান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ জুন (বুধবার) সকাল সাড়ে ৭টা থেকে লাহিড়ী-নেকমরদ রুটে বাস সার্ভিস পুনরায় চালু করা হবে।
আলোচনায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, যোগাযোগ সম্পাদক কামাল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য বুলবুল, তরুণ উদ্যোক্তা ও বাস মালিক নির্ণয় চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও যাত্রী সাধারণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহিদ ইকবাল, অ্যাডভোকেট ননী গোপাল, জাহিদ আনোয়ার রাসেল, মাসুদ আহমেদ সুবর্ণ, আবু বক্কর, মাসুদ রানা বাবুল, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক বেলাল হোসেন, ‘বিএইচবিএফসি’ পঞ্চগড় শাখার ম্যানেজার সোহেল, কৃষিবিদ আব্দুস সালাম, নুরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হলো:
উদ্যোক্তারা আহ্বান জানান, ‘আসুন, আমরা নিরাপদ যাত্রার জন্য বাস সার্ভিস ব্যবহার করি এবং বিপদজনক ও অনিরাপদ বাহন এড়িয়ে চলি।’
এটি শুধুমাত্র একটি পরিবহন পুনরায় চালুর সংবাদ নয়, এটি যাত্রী সচেতনতা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার একটি সম্মিলিত প্রয়াস। তাই সকলকে নিয়ম মেনে, নিরাপদে ও সম্মিলিতভাবে এই উদ্যোগকে সফল করার আহ্বান জানান উদ্যোক্তারা।
প্রতিনিধি/একেবি