images

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৫, ০২:২০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় তৈরি গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউনিয়নের কুরক্ষ্যং এলাকার একটি পাহাড়ের ঢালুতে এসব অস্ত্র পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি টিম কুরক্ষ্যং পাকা রাস্তার দক্ষিণ পাশে পাহাড়ের ঢালুতে অভিযান পরিচালনা করে সাদা প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি গাদা বন্দুক উদ্ধার করে । অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরও পড়ুন

যশোরে শীর্ষ সন্ত্রাসী ডলার গ্রেফতার

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে এবং বিধি মোতাবেক সেগুলো বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অস্ত্রগুলোর প্রকৃত মালিক ও ব্যবহারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এমন অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রতিনিধি/এসএস