images

সারাদেশ

বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের শুভেচ্ছা পোস্টার

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৫, ০৯:২০ এএম

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ের দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার।

সোমবার (২৩ জুন) সকালে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পোস্টারগুলো দেখার পর সেগুলো অপসারণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, রোববার দিবাগত রাতে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে এই কাজ করেছে। যেখানে একটি দলের কার্যক্রম আদালতের সিদ্ধান্তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দলের কোনো কার্যক্রম চলতে পারে না।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি বলেন, বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের দলীয় কার্যালয়ে পোস্টার লাগানো হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানিয়ে আমাদের ফোন দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, সেখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি। বিএনপির নেতাকর্মীরা তার আগেই পোস্টারগুলো অপসারণ করেছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিনিধি/ এজে