images

সারাদেশ

ফেনীতে ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম

ফেনীতে অভিযান চালিয়ে ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জুন) দুপুরে পরিবেশ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খাঁন এ অভিযানে নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদফতর সূত্র জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় শহরের বড় বাজারের ধানপট্টি সড়কে রুবেল এন্টারপ্রাইজ থেকে অবৈধ ২৮০ কেজি পলিথিন জব্দ করে। এ সময় মালিক রুবেলকে ২০ হাজার টাকা ও নাজিম এন্টারপ্রাইজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার 

অভিযানে পরিবেশ অধিদফতরের উপপরিচালক তানভীর হোসেন, পরিদর্শক শাওন শওকত ব্যাটেলিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনীস্থ পরিবেশ অধিদফতরের উপপরিচালক শওকত আরা কলি জানান, পরিবেশ সুরক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস